চাটমোহরে মাছের পোনা অবমুক্তকরণ
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে চাটমোহরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে ১১ টায় উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন বিলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলার ছাইকোলা ইউনিয়ন খলিশাগাড়ী বিলে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, মৎস্য অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক মোকছেদ আলী, রাজশাহী মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, রাজশাহী মৎস্য অধিদপ্তরের সম্পসারণ কর্মকর্তা সানজিদা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যাবস্থাপক আব্দুল খালেক, বিএনপি নেতা অ্যাড. আশরাফুজ্জামান হালিম, অধ্যক্ষ আব্দুর রহিম কালু প্রমূখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, উপজেলার বিলকুড়ালিয়া, ডিকশি বিল, ছাওয়ালদহ, খলিসাগাড়ি বিল, বোয়ালমারী বিল, চরপাড়া প্লাবন ভূমি ও অভয়াশ্রমে ২০২৪-২৫ অর্থবছরে রাজম্ব খাতের আওতায় ৪৩০ কেজি কার্প জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
(এসএম/এসপি/আগস্ট ৩১, ২০২৪)