সুবর্ণচরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের যৌথ উদ্যােগে সুবর্ণচরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার সহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন, নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ শাহজাহানের সুযোগ্য সন্তান আবু সালেহ মোঃ আব্দুল্যাহ সবুজ।
গতকাল পুরো সুবর্ণচরব্যাপী এ ত্রাণ কার্যক্রম চলে।
এতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা,যুগ্ন আহবায়ক জহির উদ্দিন তুহিন, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সদস্য সচিব এনায়েতুল ইসলাম, যুগ্ন আহবায়ক সারওয়ার্দী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আসহান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
(আইইউএস/এএস/আগস্ট ৩১, ২০২৪)