শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে কৃষক সাইফুল ইসলাম (৩৫) হত্যা মামলা করেছে নিহতের পরিবার।

জানা যায়, বৃহস্পতিবার নিহত কৃষক সাইফুল ইসলামের পিতা তৈয়ব আলী (৬৮) বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলাটি দায়ের করেন। ওই মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৮৬ জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই ফুলপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের সময় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের কৃষক সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। কৃষক সাইফুল ইসলাম সেদিন পৌরসভার আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন।

(এসআই/এসপি/আগস্ট ৩০, ২০২৪)