ইউপি চেয়ারম্যানদের অপসারনের দাবিতে কেন্দুয়ায় বিএনপির মানববন্ধন
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই পরিষদের চেয়ারম্যানদের অপসারনের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি ও তার অংগসংগঠনের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান মজনু।
তিনি বলেন, প্রহসন ও বিনা ভোটের নির্বাচনে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের টাকা লুটপাট করছেন, নামে বেনামে প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করছেন তারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার কোন যোগ্যতা নেই। তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। নতুবা দুর্বার গতিতে আন্দোলন করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা থাকলেও বিএনপির মানব বন্ধন কর্মসূচির খবর পেয়ে কোন ইউপি চেয়ারম্যানকেই সভায় অংশ গ্রহণ করতে দেখা যায়নি।
তাছাড়া সম্প্রতি বিএনপি পন্থী এক দোকানদারের দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৩টি ইউনিয়ের মধ্যে ১১ জন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেই দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন চেয়ারম্যানগণ।
মানববন্ধন কর্মসূচির মাধ্যমে চেয়ারম্যানের অপসারনের বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে লিখিত ভাবে কিছুই জানানো হয়নি।
(এসবি/এসপি/আগস্ট ২৯, ২০২৪)