ফুলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার রুপসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ছোট্ট সামিয়া (২) অসাবধানতাবশত বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। এতে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। খোঁজাখোজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশু সামিয়াকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সামিয়া আক্তার (২) উপজেলার রুপসী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
(এসআই/এসপি/আগস্ট ২৯, ২০২৪)