বড়াইগ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে পৌর বিএনপি’র কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে তা সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যায়। বুধবার দিবাগত মধ্য রাতে একদল দুর্বৃত্ত পৌরসভার মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপি’র কার্যালয়ে তালা ভেঙ্গে ঢুকে এই তাণ্ডব চালায়।
আজ বৃহস্পতিবার সকালে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
বড়াইগ্রাম পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান, মধ্যরাতে বিএনপি কার্যালয়ে ঢুকে চেয়ার. টেবিল সহ সকল আসবাবপত্র ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক মুদী দোকানদার বিষয়টি বিএনপি’র লোকজনকে জানালে ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়।
বড়াইগ্রাম পৌর বিএনপি’র সভাপতি ইসাহাক আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত লোকজন এই ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম থানার অফিসার ্ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এডিকে/এসপি/আগস্ট ২৯, ২০২৪)