মাদরাসা শিক্ষক কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
রাজন্য রুহানি, জামালপুর : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের সফলতা কামনা এবং নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদরাসা শিক্ষক কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় বোষপাড়া এলাকায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. শাহ মো. আনোয়ারুল হক, সহসভাপতি রেজাউল করিম বাবুল, অধ্যক্ষ আক্তারুজ্জামান সিদ্দিকী, মো. হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. কাজী মসিউর রহমান, মো. মুজাফফর আলী, মাও. মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাও. মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদক এম.এ জলিল তারা প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন সমর্থন জানিয়েছিল। স্বৈরাচার পতনের মধ্যদিয়ে দেশে অন্তর্রবর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমি জানি সরকারের প্রধান উপদেষ্টার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আমরা সবসময়ই তাদের পাশে ছিলাম, থাকবো।
মতবিনিময় সভা শেষে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে ছাত্র-জনতায় অংশগ্রহণ শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।
(আরআর/এসপি/আগস্ট ২৯, ২০২৪)