আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে  দিনব্যাপী খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে কুমিল্লার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম চলমান রয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বন্যাকবলিত বেশ কয়েকটি গ্রামে এ কার্যক্রম শুরু করা হয়। এ প্রসঙ্গে সাবেক তিন বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি বিশ্বাস করে বন্যাকবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা করাই এ মুহূর্তে প্রধান অগ্রাধিকার। বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন সহায়সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন অসহায়।

বাংলাদেশের এ আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে তিনি বলেন, বাংলাদেশের এ বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা।

তিনি আরও বলেন, অবৈধ ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশকে নিঃস্ব করেছে। রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মো:নজির আহমেদ ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আনোয়ার হোসেন নয়ন এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ সহ বাংলাদেশ সার্ভ ইনস্টিটিউটের ছাত্রদলের সহ-সভাপতি এম মেহেদী হাসান এছাড়াও সদর দক্ষিণ এবং লালমাই উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এএম/এসপি/আগস্ট ২৯, ২০২৪)