ভৈরবে সরকারি প্রতিষ্ঠানে সেবার মান নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ তদারকি শুরু
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ সঠিকভাবে পরিচালনা নিশ্চিতকল্পে সেনাবাহিনীর বিশেষ তদারকি শুরু হয়েছে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে এই তদারকি কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার র লে. কর্ণেল ফারহানা আফরীনের নির্দেশনায় ক্যাপ্টেন মো. রায়হান রেজার নেতৃত্বে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনা/প্রতিষ্ঠানে পরিদর্শনের মাধ্যমে বিশেষ তদারকি কার্যক্রম শুরু হয়েছে। ভৈরবের সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে ও সঠিক সেবা প্রদানে কোন রকম গাফিলতি যেন না থাকে সেই৬ উদ্দেশ্য নিয়েই কাজ করছে সেনাবাহিনীর ভৈরব ক্যাম্প। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে ক্যাপ্টেন মো. রায়হান রেজা বলেন, দেশ নানান অস্থিতিশীলতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান সম্পর্কে সাধারণ রোগীদের সাথে কথা বলেছি। হাসপাতালের জরুরি বিভাগসহ সকল স্থান পরিদর্শন করা, সেখান থেকে প্রদান করা সেবার মান যাচাই করা হয়েছে। প্রতিটি সেক্টরে কোনোভাবে দুর্নীতির অবকাশ যেন না থাকে তা খতিয়ে দেখা হয়েছে। এ সময় স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা হয়েছে। তারাও সঠিক সেবা প্রদানে সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন। চিকিৎসা নিতে আসা সেবা গ্রহিতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভৈরবের সকল সরকারি স্থাপনা/প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যালোচনা এবং সাধারণ মানুষকে সঠিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর এই তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এসএস/এসপি/আগস্ট ২৮, ২০২৪)