রাজৈরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সুদের ব্যবসায়ী মঞ্জুর মোল্লার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে সুদের ব্যবসায়ী মঞ্জুর মোল্লার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ইস্রাফিল ফকির। এসময় মঞ্জুর মোল্লার মহাজনি সুদের চক্রে পড়ে নিঃস্ব হওয়া সহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানান তিনি।
আজ বুধবার সকালে রাজৈর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন এসময় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইস্রাফিল ফকির সাংবাদিকদের বলেন, আমি মহাজনী সুদের ব্যবসায়ী মঞ্জুর মোল্লার নিকট থেকে প্রথম কিস্তিতে ৫০ হাজার টাকা গ্রহণ করি, প্রতি মাসে ৫ হাজার টাকা হারে সুদে এবং দুই মাস পর আরো ১লক্ষ টাকা গ্রহণ করি। প্রতি মাসে ১০ হাজার টাকা হারে সুদ। এর জন্য সুদের ব্যবসায়ী মহাজন মঞ্জুর মোল্লাকে দুই টি ব্লাঙ্ক ব্যাংক চেক দিতে হয়। এর মধ্যে একটি চেক দিয়ে আমার বিরুদ্ধে ১৬ লক্ষ টাকার একটা মামলা দেয়। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে আমি আমার বাড়ির জায়গাটাকে লিখে দেই এবং একটি চেক ফেরত পাই গ্রাম্য শালীর সবার সামনে সে বলে তার চেয়ে হারিয়ে গেছে এ ব্যাপারে শালিসির সকলেই সাক্ষী আছে। কিছুদিন পর ঐ হারানো চেক দিয়ে আমার বিরুদ্ধে আবার ১২ লক্ষ টাকার একটি মামলা দিয়েছে। আমাকে মঞ্জুর মোল্লা সর্বশান্ত করে ভিটে ছাড়া করেছে। এধরনের স্বীকার শুধু আমি-ই হই নি, আমার মত এলাকার অনেক গরিব মানুষ হয়েছে সর্বশান্ত। আমি আপনাদের ও সরকারের কাছে মঞ্জুর মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও আমার তুমি বাড়ির জমি ফেরত চাই।
(বিডি/এসপি/আগস্ট ২৮, ২০২৪)