মাসকলাই চাষ বাড়াতে শৈলকুপায় প্রণোদনা
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিই মূল লক্ষ্যে কৃষি বিভাগের। সেই লক্ষ্যেই ৩০০ কৃষককে বিনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম, কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত ঘোষ সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা।
কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘শৈলকুপা উপজেলায় এবার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। মাসকলাই চাষে কৃষকদের যেকোন সমস্যায় কৃষি বিভাগ পাশে থাকবে।’
(এসআই/এসপি/আগস্ট ২৮, ২০২৪)