‘আমরা এখন মানবেতর জীবন যাপন করছি’
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আমরা এখন মমানবেতর জীবন যাপন করছি, অনেকের ঘরে রান্না করারও ব্যবস্থা নাই বলে মন্তব্য করেছেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ মো.শাহজাহান, তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী সুবর্ণচরে বন্যার্তদেরকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
গতকাল মঙ্গলবার চরজুবিলী ইউনিয়নের হাসপাতাল মোড় ছাত্রদল উপজেলা অফিসের সামনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান।
যুবরাজ এন্টার প্রাইজের স্বাত্বাধিকারী আলহাজ হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক হারুন অর্থায়নে, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহসান মোঃ তারেক তত্ত্ববধানে এবং হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানেইজেনশন সহযোগিতায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নুর উদ্দিন শামিম, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, নোয়াখালী জেলা বাস্তুহারা দলের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সারওয়ার্দী, হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানেইজেনশন কর্মকর্তা আল আমিনসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ শাহজাহান বলেন, আমরা এখন মানবেতর জীবন যাপন করছি অনেকের ঘরে পাক করার ও ব্যবস্থা নাই, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর তার দোসরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, আমরা বলি ১৬ বছর আমাদের নেতাকর্মিদের মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করেছেন, তাদের রাগ ক্ষোভ থাকতে পারে আমরা নির্দেশ দিয়েছি যেন কারো ক্ষতি করা না হয় আপনারও ভালো হয়ে যান। আইন অনুযায়ী সবার বিচার হবে।
(আইইউএস/এএস/আগস্ট ২৮, ২০২৪)