ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে এবং প্রকল্পের রুইন ওয়ার্ল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলামসহ ৩ জন মোটর সাইকেলে রূপপুর প্রকল্প এলাকায় কাজের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী পোস্টঅফিস মোড়ে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমফেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

(এসকেকে/এসপি/আগস্ট ২৭, ২০২৪)