মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এ,কে,এম তোফাজ্জল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর গোলচত্ত্বরে সমাবেশ করে।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইউনুস আলী, ওয়ার্ড মেম্বার নোমান মিয়া, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিঠুন, তোজাম্মেল হক রুবেল, আজহারুল ইসলাম রিপন, মোজাম্মেল হক রয়েল, এ,কে,এম সাদেকুল হক, জাহিদুজ্জামান মিলন, শওকত জাহান দিদার, মোবারক হোসেন, রাজিবুল হক, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, নাঈম উদ্দিন, ফরিদ আহমেদ, বকুল মিয়া, আব্দুস সালাম, মাইন উদ্দিন, নবী হোসেন, মুশফিক, রোহান এবং মিনহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

(এসআই/এসপি/আগস্ট ২৭, ২০২৪)