বন্যার্তদের সহযোগিতায় ভৈরব উপজেলা যুবদলের ত্রাণ সামগ্রী সংগ্রহ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : দেশের বন্যা কবলিতদের সহযোগিতায় ভৈরব উপজেলা যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ কার্যক্রম শুরু করেছে দলের নেতাকর্মীরা। আজ রবিবার তৃতীয় দিন এই কর্যক্রমের মাধ্যমে দিনভর বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র সংগ্রহ করা হয়।
দলের নেতাকর্মীদের স্বর্তস্ফুর্ত অংশগ্রহণে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন।
তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের নির্দেশে যুবদল এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা নগদ টাকা, চিড়া, মুড়ি, গুড়, কাপড়, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় বিভিন্ন ঔষুধ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে আমরা বন্যা কবলিত দুর্গত এলাকায় যাবো। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দিনভর ত্রাণ সামগ্রী সংগ্রহে উপস্থিত থেকে সহযোগীতা করেছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এস/এসপি/আগস্ট ২৫, ২০২৪)