বাগেরহাটে বসতবাড়ি পুড়ে ছাই
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি মানবেতর জীবন-যাপন করছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট পৌরসভার ৩ ওয়ার্ডের দশানি এলাকার বাসিন্দা শেখ মামুনুর রহমান নাহিদের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নির্বাক পরিবারটি।
শেখ মামুনুর রহমান নাহিদ বলেন, আমি বাসায় ছিলাম না। পরিবারের সদস্যরা বিকালে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। বাসায় কেউ ছিল না। রাত সাড়ে ৮টার দিকে বাসায় আগুন দেখে প্রতিবেশিরা খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ততক্ষণে আগুনে বসতঘরসহ সকল মালামাল পুড়ে যায়। আমার সহায় সম্বল সব পুড়ে শেষ হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি নাহিদ।
(এস/এসপি/আগস্ট ২৫, ২০২৪)
বাগেরহাটে বসতবাড়ি পুড়ে ছাই