আমি মনোয়ার হোসেন জনি, আমার ছবি ও নাম ব্যবহার মিথ্যা বানোয়াট প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে কিছু কুচক্রী মহল। তাদের উদ্দেশ্য আমাকে ব্লাকমেইল করে স্বার্থ উদ্ধার করা। পাংশা হাসপাতাল রোডের রাজা মোল্লার বিল্ডিং ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি বলে এমন পোষ্টার রাতের অন্ধকারে দেয়ালে, গাছে লাগিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করা চেষ্টা করছে। রাজা মোল্লার জমির পাশে রাস্তা করার জন্য সাবেক মেয়র আব্দুল আল মাসুদ সহ কমিশনার গোবিন্দ কুন্ডু, এবং রাজা মোল্লার পরিবারের সদস্যের উপস্থিতিতে রাজা মোল্লার জমি পরিপূর্ণ ভাবে ৭ শতাংশ বুঝে দিয়ে রাস্তার মধ্যে অবৈধভাবে ২ ফিট দখল রাখায় সেই ২ ফিট জায়গা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ তার পৌরসভার লেবার দিয়ে অপসারণ করে। পরবর্তীতে রাজা মোল্লা এ বিষয়ে রাজবাড়ী কোর্ট এ মামলা করেন সাবেক মেয়র আব্দুল আল মাসুদের নামে এবং সেই মামলায় সাবেক মেয়র আব্দুল আল মাসুদ নির্দোষ প্রমানিত হয়ে মামলা খারিজ হয়ে যায়। বর্তমানে উপজেলা পরিষদ থেকে এডিপি প্রকল্পে আওতায় ওই রাস্তা নির্মাণ করা হয়েছে। আমার নাম ও ছবি ব্যবহার করে এমন মিথ্যা, বানোয়াট প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।