দীপব চন্দ্র পাল, ধামরাই : তিন বছর আগে ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান গ্রামে ‘শৈলান প্রবীণ নিবাস’ নামে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন বর্তমান আন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গতকাল শনিবার বিকেলে তার নিজের গড়া চার তলা বিশিষ্ট ‘শৈলান প্রবীণ নিবাস’ ও পাশেই নির্মাণাধীন প্রবীণদের ১০ শয্যা বিশিষ্ট নার্সিং হোম পরিদর্শন করেন।

এসময় প্রবীণ নিবাসটি আরও প্রসার করা হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শৈলান প্রবীণ নিবাসটি মডেল। প্রথমে আমি এটা শুরু করেছিলাম। পরে এটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এটা তাদের অর্থেই পরিচালিত হচ্ছে। এই শৈলান প্রবীণ নিবাসটি অনুসরণ করে যাতে দেশের প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগে করা যায় তার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হাবিববুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন উপস্থিত ছিলেন।

(ডিসিপি/এসপি/আগস্ট ২৫, ২০২৪)