মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলার ৪নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত আবু তৈয়বের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে।

মহম্মদপুর উপজেলা ছাত্রদল ও আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আয়োজনে ওই দিন সকালে উপজেলা সদরে একটি শোক র‍্যালি বের করে।পরে মরহুম ছাত্রদল নেতা আবু তৈয়বের জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মৈমূর আলী মৃধা।

জানা গেছে, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুর আমীন শিকদার সজীব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।পরে উপজেলার রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গোলাম মোর্শেদ শিপলু ও মোঃ ইব্রাহিম সরদার শাকিল।এসময় বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/আগস্ট ২৪, ২০২৪)