একে আজাদ, রাজবাড়ী : বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় কর্মস্থলে যাওয়ার পথে পুলিশের গুলিতে নিহত গণি সেখ এর পরিবার কে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক এ্যাড: মো: আসলাম মিয়া।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কয়েকশত বিএনপি নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার নিহত গণি সেখের বাড়িতে যান তিনি।

এসময় তিনি তার স্ত্রী লাকি আক্তার ছেলে আলামিন, মেয়ে জান্নাতকে শান্তনা দেন এবং সমবেদনা জানান। সেইসাথে নিহতের কুলখানীর সমস্ত টাকা বহন করার প্রতিশ্রুতি ও গোয়ালন্দ মোড়ের নাম শহীদ গণি সেখ চত্বর করার ঘোষনা করেন।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯ টার দিকে তার গোপীবাগ উত্তর বাড্ডার বাসা থেকে বের হয়ে গুলশান ৬ নম্বর রোডের তার কর্মস্থল আবাসিক হোটেল সিক্স সিজন যাচ্ছিলেন। পথে হোটেলের মাঝামাঝি স্থানের গুলশান শাহজাদপুর বাঁশতলায় গেলে সরকারী চাকরীতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবীতে চলমান আন্দোলনের মধ্যে পড়ে সে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর আগে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

(একে/এসপি/আগস্ট ২৩, ২০২৪)