ওমরা পালনে সৌদি গেলেন মিয়া নুর উদ্দিন অপু
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব শরীয়তপুরের কীর্তিমান পুরুষ মিয়া নুর উদ্দিন অপু আজ শুক্রবার দুপুরে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন। তাঁর শুভাকাংখীদের মারফত জানা গেছে, স্বপরিবারে তিনি আজ দুপুর দুইটায় ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
মিয়া নুর উদ্দিন অপু শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। ২০১৮ সালে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে অপু শরীয়তপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বি এন পি'র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনের কয়েকদিন পূর্বে একটি নির্বাচনী প্রচারণা মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা অপুর উপর হামলা করলে সংসদ সদস্য প্রার্থী অপু মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় রক্তাক্ত জখম নিয়ে অপুকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। এরপর আহত অপু আর নির্বাচনী এলাকায় এসে প্রচারণা চালাতে পারেননি। ২০১৯ সালের জানুয়ারী মাসে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন অপুকে মিথ্যা মামলা দেখিয়ে আটক করা হলে প্রায় ৬ বছর পর প্রচন্ড ছাত্র-গণআন্দোলনে ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতন হলে ৭ আগষ্ট অপু দীর্ঘ কারাভোগের পর মুক্তি লাভ করেন।
ওমরা পালেনর উদ্দেশ্য ঢাকা ত্যাগের পূর্বে নূর উদ্দিন অপু দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
(কেএনআই/এসপি/আগস্ট ২৩, ২০২৪)