রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে সিসিএইচপি কাজের বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর আয়োজনে শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রাঙামাটি জেলার কাপ্তাই, রাজস্থলী, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে সভাপতিত্বে করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

(আরএম/এসপি/আগস্ট ২২, ২০২৪)