তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (বশেমুরবিপ্রবি) ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.সৈয়দ সামচুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তাঁরা পদত্যাগে বাধ্য হন।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি ও প্রো-ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পারচালক মোঃ মাহবুবুল আলম বলেন, বক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করে ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.সৈয়দ সামচুল আলম পদত্যাগ করেছেন। তারা চ্যান্সেলর বরাবর পদত্যাগের আবেদন করেছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ভাইস-চ্যান্সেলর সহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান। আজ মঙ্গলবার ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর ক্যাম্পাসে আসেন। তারপর অফিস শুরু করেন। তাদের পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নামেন । তাদের চাপের মুখে মঙ্গলবার বিকেলে ভিসি, প্রো-ভিসি পদত্যাগে বাধ্য হন। একপর্যায়ে তারা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

(টিবি/এসপি/আগস্ট ২০, ২০২৪)