বিএমডিসি মেডিকেল এ্যাসিসটেন্টদের রেজিষ্ট্রেশনের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : সম্প্রতি বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডিপ্লোমা পাস করা মেডিকেল এ্যাসিসটেন্টদের মেডিকেল প্রাকটিশনার হিসেবে উল্লেখ করা এবং বিএমডিসি রেজিস্ট্রেশন দেয়ায় পরোক্ষভাবে হাতুড়ে ডাক্তারির বিষয়কে ইন্ধন দেয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করেছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফিরিঙ্গি চত্বরে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে বগুড়ার সকল সিনিয়র-জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রতিবাদী সমাবেশ থেকে বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
প্রতিবাদী সমাবেশে ইন্টার্ন চিকিৎসক ডা. সাব্বির ওসমানী তার বক্তব্যে বলেন, ডিপ্লোমা এর নাম করে চিকিৎসক উপাধি দিয়ে আড়ালে সাধারণ মানুষের মৌলিক অধিকার ‘চিকিৎসা’র উপর হস্তক্ষেপ করা হচ্ছে।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আরিফ হোসেন(ফাইনাল ইয়ার, ২৯ ব্যাচ) বলেন, অবিলম্বে বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বক্তাদের মধ্যে ঋতুল মন্ডল (চতুর্থ বর্ষ, ৩০ ব্যাচ) বলেন, স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে হবে, চিকিৎসক এবং সেনাবাহিনীর চিকিৎসক থেকে স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা, মহাপরিচালক ও বিভিন্ন পদ দিতে হবে।"
(এটিআর/এসপি/আগস্ট ২০, ২০২৪)