সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৮২১ জনের নামে হত্যা মামলা
তপু ঘোষাল, সাভার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে পিটিয়ে, গুলি করে হত্যার দায়ে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান, পৌর মেয়র হাজী আব্দুল গণি, সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ ৮২১ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা (নং-৪) দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে গুলিতে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের পিতা মো: আলমগীর। মামলায় ৩২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০ জনকে আসামী করা হয়েছে।
গুলিতে নিহত সাজ্জাদ হোসেন (২৯) সাভার উপজেলার আশুলিয়া থানার আউখপাড়া এলাকার মো: আলমগীর এর পুত্র। সে সোনারগাঁও ইউনিভাসিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিল।
মামলায় আসামীরা হলেন, ১। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ত্রাণ প্রতিমন্ত্রী ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা: এনামুর রহমান, ২। সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, ৩। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ৪। আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ৫। তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ৬। সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, ৭। বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মন্ডল, ৮। আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহম্মেদ, ৯। পৌর কাউন্সিলর রমজান আলী, ১০। নজরুল ইসলাম মানিক মোল্লা, ১১। নুরে আলম সিদ্দিকী, ১২। মশিউর রহমান খান সম্রাট, ১৩। সানজিদা আক্তার মুক্তা, ১৪।
সাবেক কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা, ১৫। উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, ১৬। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, ১৭। যুবলীগ নেতা জিএস মিজান, ১৮ শর্টগান রাজু, ১৯। বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমাস সুজন, ২০। মোশারফ হোসেন, ২১। আব্দুল হালিম (৫৫), ১২। এরশাদুর রহমান এরশাদ (৫৮), ২৩। আতাবুর ওরফে শিপন (৩৬), ২৪। সুজন মিয়া (৩০), ২৫। মহসিন বাবু (৪২), ২৬। রিপন (৩৫), ২৭। ইলিয়াস মিয়া (৩৮), ২৮। মো: শামীম , ২৯। মো: আব্দুল হাকিম (৪৫), ৩০। মোঃ জামান (৩৫), ৩১। মো: জসিম উদ্দিন (৬০), ৩২। আমির আলী (৪০), ৩৩। নান্নু মিয়া (৪২), ৩৪। রায়হান (৪৩), ৩৫। শামীম (৩২), ৩৬। আ: সামাদ (৪৪), ৩৭। মো: রিদুয়ান মোল্লা (৩২), ৩৮। জাহাঙ্গীর (৪০), ৩৯। ইসমাইল (৪৫), ৪০। টিপু (৩৫), ৪১। খাটা মনির (৪০), ৪২। মো: মনির হোসেন (৫৫), ৪৩। মো: আলমগীর হোসেন ভূঁইয়া (৬৫), ৪৪। মো: ইসহাক বেপারী (৫৫), ৪৫। জুয়েল (২৫), ৪৬। টিপু (২৮), ৪৭। ফয়সাল (৩৫), ৪৮। আ: আওয়াল মামুন (৩২), ৪৯। মজিবর রহমান (৬০), ৫০। বাবুল মিয়া (৫৮), ৫১। মোহন মিয়া (৩০), ৫২। সাদ্দাম হোসেন (৩০), ৫৩। মাহফুজুর রহমান (৩০), ৫৪। তনু (৩০), ৫৫। শুক চাঁন মোল্লা (৫৫), ৫৬। আজম খান (৩০), ৫৭। মামুন সিককার (৩৬),
৫৮। আনোয়ার হোসেন (৫৫), ৫৯। আতাউর রহমান আতা (৫০), ৬০। শাহাদাৎ হোসেন (৫০), ৬১। মো: শাহিদুর রহমান ওরফে সাইদুল (৫০), ৬২। জিসান (৩২), ৬৩। কামরুল হাসান শাহিন (৪৮), ৬৪। মেহেদী হাসান তুষার (৪৫), ৬৫। দেলোয়ার হোসেন দিলু (৫৮), ৬৬। মো: শিপলু (৫০), ৬৭। মনছুর হোসেন খান গেদু (৬২), ৬৮। আহম্মেদ রুবেল (৩৬), ৬৮। বিল্লাল হোসেন (৩৮), ৬৯। মো: আ: গফুর (৫০), ৭০। রুস্তম আলী, ৭১। শাহীন, ৭২। রাজীম ভূইয়া মিশু (৩৮), ৭৩। মো: মনির (৩৬), ৭৪। মো: বিল্পব (৪০), ৭৫। রাসেল (৩৪), ৭৬। মো: নাসির উদ্দিন লিটন (৫০), ৭৭। ওয়াসিম বাবু (২৭), ৭৮। হাফিজ উদ্দিন (৪৬), ৭৯। পাভেল (৩৫), ৮০। শাখাওয়াত হোসেন (৪৮), ৮১। শেখ সাঈদ (৫০), ৮২। কামাল (৩৪), ৮৩। আ: মালেক (৫৭), ৮৪। মজিবর (৫২), ৮৫। আলমগীর হোসেন (২৮), ৮৬। আরিফ ওরফে টুন্ডা আরিফ (৩২), ৮৭। নাদিম (২৫), ৮৮। মো. মাছুম (২৮), ৮৯। জালাল উদ্দিন মেম্বার (৪৫), ৯০। মো: সাইফুল ইসলাম (৫৫),
৯১।আরিফ আহম্মেদ (৩৫), ৯২। মো: আলমাছ উদ্দিন (৬০), ৯৩। নজরুল ইসলাম খান (৪৪), ৯৪। মো: মনির মেম্বার (৩৮), ৯৫। মো: আরিফ উদ্দিন আরিফ (৫৮), ৯৬। মো: নজরুল ইসলাম মেম্বার (৩৮), ৯৭। মো: নিজাম উদ্দিন মেম্বার (৩৫), ৯৮। আ: গাফফার (৪৫), ৯৯। আবুল কালাম আজাদ (৩০), ১০০। মো: চুন্নু মিয়া (৪৫), ১০১। সুজন মাহাম্মদ (২৬), ১০২। হাফেজ নুর মোহাম্মদ (৫০), ১০৩। ফরিদ আল রাজি (৩৫), ১০৪। সেলিম মন্ডল (৪৭), ১০৫। নজরুল ইসলাম (৫৮), ১০৬। আ: হালিম মোক্তার (৬৫), ১০৭। আঃ মালেক (৫৮), ১০৮। মো: ইদ্রিস আলী (৬০), ১০৯। মো. আনোয়ার হোসেন (৩৭), ১১০। সোহেল রানা (৪৭), ১১১। মাজাহারুল ইসলাম রুবেল (৩৭), ১১২। মো. নুরুল আমিন রানা (৬০), ১১৩। আবু সাঈদ (৫৪), ১১৪। সাইফুল ইসলাম (৪৫), ১১৫। আহসান হাবিব ফারুক (৪৫), ১১৬। মো: সাকিল (২৭), ১১৭। শাকিব (২৪), ১১৮। মিজানুর রহমান মিজান (২৭), ১১৯। আ: মান্নান (৬৪). ১২০। পান্নু (৪০), ১২১। কৃষ্ণ পাল (৪০), ১২২। মো: দেলোয়ার হোসেন (৫০), ১২৩। লিয়াকত হোসেন (৫০), ১২৪। মো: শওকত হোসেন (৫২), ১২৫। শাহ আলম মেম্বার (৫০), ১২৬। পলাশ মেম্বার (৪৭), ১২৭। মো: মানিক (৪০), ১২৮। আঃ রহমান (৬৫), ১২৯। মনির হোসেন (৪০), ১৩০। আলী হোসেন (৪৫), ১৩১। ইমান আলী (৫৪), ১৩২। সেলিম (৪৩), ১৩৩। আব্দুল আজিজ (৪৯), ১৩৪। আমিন সরকার (৪৭), ১৩৫। আবির মাছুম (৩২), ১৩৬। ইমতিয়াজ ইমন (৩০),
১৩৭। সাদ্দাম হোসেন (৩২), ১৩৮। কামরুল হাসান সুমন (৩২), ১৩৯। আহসান হাবিব (৫৪), ১৩৯। আরিফ ভূঁইয়া (৩৪), ১৪০। শামীম হোসেন (২৯), ১৪১। মিন্টু মেম্বার (৪৩), ১৪২। নাজমুল মেম্বার (৪০), ১৪৩। মান্নান হোসেন মেম্বার (৪৩), ১৪৪। তোফাজ্জল হোসেন দয়াল (৪৬), ১৪৫। আইয়ুব আলী মেম্বার (৪৮), ১৪৬। হাজী আব্দুল কাইয়ুম, ১৪৭। কাজল মেম্বার (৫৮), ১৪৮। নিজাম উদ্দিন মেম্বার (৪৪), ১৪৯। লুৎফর রহমান পাভেল (৩১), ১৫০। সুমন মিয়া (৪৬), ১৫১। ফিরোজ কবির (৩৬), ১৫২। আসাদুজ্জামান জীবন (৩০), ১৫৩। সায়েম মোল্লা (৪৭), ১৫৩। রাশেদ মোল্লা (৩৮), ১৫৪। সাইদুল ইসলাম (২৮), ১৫৫। মো: জাকির হোসেন (৩৮), ১৫৬। আলাউদ্দিন (৪২), ১৫৭। নুর মোহাম্মদ (৩৮), ১৫৮। তাইজুল ইসলাম (৪০), ১৫৯। কবির হোসেন (৪৪), ১৬০। মনরঞ্জন কর্মকার, ১৬১। অপু মিয়া (৩৬), ১৬২। নাজমা আফরিন (৪৭), ১৬৩। মামুন মিয়া (৪২), ১৬৪। মারুফ হাসান অভি (৩১), ১৬৫। নবীকুল ইসলাম (৩৮), ১৬৬। জিতু (৩৬), ১৬৭। সাত্তার মেম্বার (৪৫), ১৬৮। সেলিম মিয়া (৪২), ১৬৯। মোশারফ হোসেন (৫৫),
১৭০। পলাশ হোসেন (২৪), ১৭১। জাকির হোসেন ভাসানী (৪৩), ১৭২। মিজানুর রহমান (৪০), ১৭৩। দ্বীন ইসলাম (৩৮), ১৭৪। নিয়ামত উল্লাহ বকুল (৩৯), ১৭৫। সাইফুল ইসলাম খোকন (২৮), ১৭৬। আশাব উদ্দিন (৪৪), ১৭৭। সেলিম আহম্মেদ (৪৭), ১৭৮। জসিম উদ্দিন আহম্মেদ (৩৮), ১৭৯। রমিজ উদ্দিন (৪৩), ১৮০। আশরাফুল ইসলাম জুয়েল (৪২), ১৮০। রফিক মেম্বার (৪৮), ১৮১। জহিরুল ইসলাম (৫৫), ১৮২। বিল্লাল হোসেন ৫৩), ১৮৩। আব্দুল খালেক মেম্বার (৫৫), ১৮৪। মোঃ হোসেন আলী মাস্টার (৫৫), ১৮৫। আনোয়ার মন্ডল (৩৮), ১৮৬। খন্দকার মনির (৪৫), ১৮৭। নাসির উদ্দিন (৫৪), ১৮৮। মাছুম, ১৮৯। আনু মোল্লা, ১৯০। রমজান বেপারী, ১৯১। আলম ওরফে আলমগীর, ১৯২। বাচ্চু মিয়া (৫০), ১৯৩। সাইফুল ইসলাম (৪৫), ১৯৪। রাজু আহম্মেদ রজ্জব (৬২), ১৯৫। মোঃ শহিদুল ইসলাম ওরফে বরকি শহিদ (৫৭), ১৯৬। মোঃ সেলিম আহাম্মেদ (৫৫), ১৯৭। মোঃ কামাল হোসেন (৪৭), ১৯৮। মোঃ মনির হোসেন (৪৬), ১৯৯। মোঃ সিহাব মিয়া (সাহেলের ক্যাডার) (৩৬), ২০০। মোঃ সেলিম আহাম্মেদ (জামাই সেলিম) (৩৫), ২০১। মোঃ শফিউল্লাহ (৪৪)সহ ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত রয়েছে ৫০০ জন।
মামলার এজাহার উল্লেখ করা হয়েছে, গত ৫ই আগস্ট সকাল সাড়ে ১০টারদিকে সাজ্জাদ হোসেন প্রয়োজনীয় কেনাকাটার জন্য সাভার বাসস্ট্যান্ডে যায়। বিকাল চারটার দিকে লোকমারফত তার পিতা জানতে পারে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
পরবর্তীতে খোঁজ নিয়ে তার পরিবার জানতে পারেন, গত ৫ আগস্ট সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক থেকে দেড় হাজার আন্দোলনকারী সাভার রানা প্লাজার সামনে আন্দোলন করতে থাকে। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরাসহ অজ্ঞাতনামা আরও আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীসহ যাকে সামনে পেয়েছে তাকেই এলোপাতাড়ি পিটিয়েছে ও গুলি করেছে। তখন সাজ্জাদসহ অনেকেই দৌঁড়ে পালানোর সময় আসামীদের হাতে ধরা পড়ে গেলে তারা লাঠি দিয়ে এলোপাথারী মারপিট ও গুলি বর্ষণ করে। পরে মুমূর্ষু অবস্থায় লোকজন সাজ্জাদ হোসেনকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে সে মারা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো: মনিরুজ্জামান বলেন, মামলা নথিভুক্ত হয়েছে। এখন আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(টিজি/এএস/আগস্ট ২০, ২০২৪)