আরিফুন নেছা সুখী’র ছড়া
শরৎ এলো
শরৎ এলো গুনগুনিয়ে
বর্ষা বলে ওরে,
শরৎ এলো, শরৎ এলো
নে রে বরণ করে।
শরৎ এলো শিউলি নিয়ে
সাথে কাশফুল,
ভালো থাকিস যাচ্ছিরে ভাই
বললো কদম ফুল।
বরণ করেই বিদায় নিলো
বর্ষা হলো শেষ,
ঋতুর পরে ঋতু আসে
ষড়ঋতুর দেশ।
শরৎ এলো
শরৎ এলো গুনগুনিয়ে
বর্ষা বলে ওরে,
শরৎ এলো, শরৎ এলো
নে রে বরণ করে।
শরৎ এলো শিউলি নিয়ে
সাথে কাশফুল,
ভালো থাকিস যাচ্ছিরে ভাই
বললো কদম ফুল।
বরণ করেই বিদায় নিলো
বর্ষা হলো শেষ,
ঋতুর পরে ঋতু আসে
ষড়ঋতুর দেশ।