স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে একটি স্কুলের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসারত। ঘটনাটি কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে ওই এলাকা। বিক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে মাইনপোতা নামক এলাকায় গিয়ে হাড়িভাসা-পঞ্চগড় সড়ক অবরোধ করে তারা। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের প্রধান সমন্বয় ফজলে রাব্বী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের জমি নিয়ে স্থানীয় নওশের আলী নামক এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টাও চলছিলো। এর মধ্যে সোমবার সকালে বিদ্যালয়ের সীমান প্রাচীরের কাজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। সেখানে দলবলসহ গিয়ে বাধা দেয় নওশের। এক পর্যায়ে তারা শিক্ষক, শিক্ষার্থীদের ওপর হামলা করে। ভাঙচুর করে স্কুলের শ্রেণি কক্ষও।

হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামুস কিবরিয়া প্রধান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা করা হয়েছে। আমরা প্রত্যেককেই চিনি। তদের বিরুদ্বে মামলা করবো।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন।’

(আরএআর/এসপি/আগস্ট ১৯, ২০২৪)