সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ভাইরাসজনিত রোগ মাংকিপক্স (এমপক্স) ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক জারি করা হয়েছে। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম। সোমবার (১৯ আগস্ট) থেকে এই সর্তকতা জারি গ্রহণ করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি এই সতর্ক ব্যবস্থা নেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন শাহিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পোর্ট হেলথকে চিঠি দেয়া হয়েছে। মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একই সাথে মোংলা বন্দরে জরুরি আইসোলিউসিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।

এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯টি স্থলবন্দরে অধিক সতর্কতা জোরদার করেছে সরকার।

(এস/এসপি/আগস্ট ১৯, ২০২৪)