টঙ্গীতে চুক্তিভঙ্গের অভিযোগে গ্রেট ডেভলপারর্স’র অফিস ভাঙচুর
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড আউচপাড়া এলাকার টঙ্গী কলেজ রোড শাকিল স্মরণীর অভিযান ৪১-৪৩ গ্রেট হোয়াইট হাউজ বিল্ডিংয়ের ভিতর নির্মাণপ্রতিষ্ঠান গ্রেট ডেভলোপার্রস লিঃ এর অফিস ভাঙচুর করা হয়েছে।
সরেজমিনে অফিস ভাঙচুর ও মালামাল সরিয়ে নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কোম্পানির ডিরেক্টর মোঃ হাবিব মোল্লা, পিতা: মোঃ ওহেদ আলী মোল্লা দত্তপাড়া ৪৮ নম্বর ওয়ার্ড নিবাসী অভিযোগে বলেন, সোমবার সকাল প্রায় ১০ঘটিকায় দলবল নিয়ে ভবনের জায়গার মালিকের স্বামী রেজাউল বাড়ি রাজা অফিস ভাংচুর করে অফিসে থাকা দুটি এসি, ল্যাপটপ, আসবাবপত্র এবং নগদ প্রায় ৫লক্ষ টাকা পিকআপে করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে বিল্ডিংয়ের ৯ম ফ্লোরে বসবাসকারী ফ্ল্যাটের মালিকের স্বামী রেজাউল বারি রাজা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান ডেভলোপার কোম্পানি তাদেরকে ২০১৭ সালে ফ্ল্যাট বুঝিয়ে দেয়। গ্রাউন্ড ফ্লোরের কোম্পানির অফিসটি অস্থায়ী এবং বিল্ডিং বুঝিয়ে দেয়ার পর সরিয়ে নেওয়ার কথা চুক্তিতে লেখা থাকলেও চুক্তি ভঙ্গ করে জোরপূর্বক অফিস রেখে দেয়। এছাড়াও গ্যাসের সংযোগ বাবদ প্রায় ৪লক্ষ টাকা নিলেও কোম্পানি তাদের টাকা কিংবা গ্যাস সংযোগ কোনটাই দিচ্ছেনা।
রেজাউল বারি রাজা অফিস ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, মালামাল আসবাবপত্র, দুটি এসি ও ল্যাপটপ তার হেফাজতেই রয়েছে। ফ্ল্যাট মালিকদের সাথে বসে আলোচনার ভিত্তিতে মালামাল ফিরিয়ে দেয়া হবে। তবে টাকার কথা অস্বীকার করেন রেজাউল। এভাবে সামাজিকভাবে কাউকে না নিয়ে এমনকি প্রশাসনকে না নিয়ে অফিস ভাঙচুর ও মালামাল সরিয়ে নিতে পারেন কিনা প্রশ্নে রেজাউল বারি রাজা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তিনি কয়েক বছর আগেও টঙ্গী পশ্চিম থানায় বিষয়টি অবহিত করলেও কোনো মিমাংসা পাননি বলে জানান এবং দীর্ঘদিনে অতিষ্ঠ হয়ে একাজ করেছেন বলে স্বীকার করেন।
পার্শ্ববর্তী দোকানদার এবং বিল্ডিংয়ের ম্যানেজার সকালে অফিস ভাঙচুর এবং একটি পিকআপে মালামাল নিয়ে যাওয়ার কথা জানান।
(জেজে/এসপি/আগস্ট ১৯, ২০২৪)