স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গলেহাহাট ফাযিল মাদ্রাসার আলিম ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও কামাতকাজল দিঘী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মো.তোফায়েল প্রধান।

প্রতিষ্ঠান অধ্যক্ষ আলহাজ্ব ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন-বরণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গর্ভনিং বডির বিদ্যোৎসাহি সদস্য মো.মনসুর আলী, আরবি বিভাগের সহকারি অধ্যাপক মো.আবুল কালাম আজাদ, মো.আব্দুল হাকিম, মো. আবু বকর সিদ্দীক, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. আব্দুর রহিম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. এমদাদুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক মোছা. সালমা বেগম, আরবি বিভাগের প্রভাষক মো. আবুল কালাম আজাদ, আইসিটি বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বী। দাখিল শাখার বিএসসি শিক্ষক মো.মাহবুবুর রহমান ও সহকারি মাওলানা মো. আবদুল হাকিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল প্রধান বলেন, ‘ছাত্রদের আন্দোলনে আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারী পতিত সরকার দেশের ইসলামী শিক্ষা ধ্বংস করেছে। আমরা দেশে পুর্ণাঙ্গ ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ।’

(আরএআর/এসপি/আগস্ট ১৯, ২০২৪)