মিরান মাতব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে ফার্মেসি থেকে বের করে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৭ আগস্ট) দুপুর ২ টার সময় উপজেলার ভাঙ্গা বাজার কলেজপাড় এলকায় নুর জাহান ফার্মেসির সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রের জানা যায়, আয়নাল মাতুব্বরের সাথে দীর্ঘদিন যাবত শহিদ খান গংদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ দুপুর আনুমানিক ২ টার সময় শহিদ খানের নেতৃত্বে সালাউদ্দিন খান, মনির খান, রশিদ খান, রহিম খান, বশার খান, সাহিন মিয়া, সাব্বির খান, ওয়াহিদ খান সহ আরো চার থেকে পাঁচ জন রিপন মাতুব্বরের উপর হামলা চালায়। এসময় শহীদ খানের হুকুমে সালাউদ্দিন খান চাইনিজ কুড়াল দিয়ে এবং মনির খান চাপাতি দিয়ে রিপন মাতুব্বরের মাথায় কোপ দেয়। এসময় সাদ্দাম হোসেন মারপিট ফেরাতে আসলে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এই ঘটনায় রিপন মাতুব্বরের পিতা আয়নাল মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

(এমএম/এসপি/আগস্ট ১৮, ২০২৪)