ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ


জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস আগামীকাল সোমবার ২০২৪। যারা চরম আত্মত্যাগ করে মানবসেবায় ব্রতী হয়েছেন, যারা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে। পরিষদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা যায়।আর এ বছর দিবসটি এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন বাংলাদেশ এক গণঅভ্যুত্থান-পরবর্তী ক্রান্তিকাল পার করছে।

স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মানবাধিকারের বিষয়গুলো নিশ্চিত করতে পারিনি। অনেকে নিজের অধিকার এখন ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছেন। হাসপাতালগুলোয় দালালে ভরা, স্কুল-কলেজে ভর্তি, সরকারি নথিপত্র বের করতে, পেনশনের টাকা তুলতেও দালাল। বিচার চাইতে গেলেও হয়রানির শেষ নেই। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত পর্যালোচনায় দেখা যায়, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, সীমান্তে হত্যা, সাংবাদিক নিপীড়নসহ মতপ্রকাশের স্বাধীনতায় বাধার মতো ঘটনার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। জাতীয় পত্রিকাগুলোয় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে অন্তত দু’জন নারীসহ আটজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর মধ্যে যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামে এক নারী মারা গেছেন। পরিবারের অভিযোগ, ঘুষের দাবিতে তাঁকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। আফরোজা বেগমের ছেলের অভিযোগ, পুলিশ তাঁর মাকে শারীরিক নির্যাতন করে। এ ছয় মাসে কারা হেফাজতে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে কয়েদি ২০ জন এবং হাজতি ২৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন হাজতি এবং ১০ জন কয়েদির মৃত্যু হয়।

রাষ্ট্রীয় কাঠামোর ওপর মানুষের আস্থার জায়গা কমে গেলেই বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন অর্থাৎ নীতি পুলিশিং বেড়ে যায়। সেটিই হচ্ছে। এ ছয় মাসে দেশে গণপিটুনির ঘটনায় নিহত হন মোট ৩২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন। গত বছর এ সময়ে গণপিটুনির ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ২৪।
আমাদের দেশে আইনত পুলিশ সদস্যরা কাউকে গ্রেপ্তার করে নির্যাতন করতে পারেন না। অথচ আমরা এমন অভিযোগ অহরহ পাচ্ছি। হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে ২০১৩ সালে আইন হয়েছে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ অনুযায়ী, কেউ নির্যাতনের শিকার হলে আদালতে অভিযোগ করতে পারেন। শারীরিক এবং মানসিক নির্যাতন প্রমাণিত হলে শাস্তি হিসেবে ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া নির্যাতনের ফলে মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। এ আইন হওয়ার পেছনে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের একটা চাপ ছিল। এ আইনের আগে কেউ সাহস করত না পুলিশের বিরুদ্ধে মামলা করার। এখন মানুষ মামলা করার সাহস অন্তত পাচ্ছে। সভ্য জগতে এ আইন ভীষণ গুরুত্ব পায়। আমরা সে ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আইনের বিধান আছে, অনেক মামলাও হয়েছে; কিন্তু বিচারের উদাহরণ খুবই নগণ্য। বাস্তবে দেখা গেছে, থানায় মামলাই নিতে চায় না। আদালতে মামলা করা হলে তা তদন্তের জন্য আবার ওই থানাতেই পাঠানো হয়। এ ক্ষেত্রে মামলা করার সাহস তো পাবে না সাধারণ মানুষ। আমরা এ বিষয়ে দাবি জানাচ্ছি, আক্রান্ত ব্যক্তি বা অভিযোগকারী ও তাঁর পরিবার ওই থানার বাইরে গিয়ে যেন মামলা করার অধিকার পান এবং এ মামলা চলার সময় ওই অভিযোগকারী ও তাঁর পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এসব মামলার তদন্ত আবার ওই থানার পুলিশ কর্মকর্তারাই করেন। এ ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত করা উচিত। এমনটা হলেও কিছুটা ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে।

নারীর প্রতি সহিংসতা–হয়রানি, ধর্ষণ, হত্যা, পারিবারিক নির্যাতনের চিত্র ভয়াবহ। এখনও রাস্তাঘাট ও কর্মক্ষেত্র কোথাও নারীর জন্য নিরাপদ নয়। লোকাল বাসে নারীর হয়রানির ঘটনা নিত্যদিনের। এ যেন সব সয়ে যাওয়া। এসব বদলানোর দায় নেই কারও। এসব সংকট জিইয়ে রাখা হয় কার স্বার্থে– সে প্রশ্নও তোলা যায় না। গণমাধ্যমও এখন সেটুকুই বলে যেটুকু বললে টিকে থাকা যায়। গত ছয় মাসে ১৪৫ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।

ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণ নিয়ন্ত্রণ না করতে পারাটা আসলে আমাদের আইন এবং বিচারব্যবস্থার দুর্বলতা। আইন ও বিচারব্যবস্থা যদি দ্রুত এটির সমাধান করত, তাহলে এমন অপরাধ করার আগে অনেকেই দশবার ভাবত। এমন অপরাধের শাস্তি আরও বেশি হওয়া দরকার। আইন ও বিচারের ক্ষেত্রে দুর্বলতা, দীর্ঘসূত্রতা এবং গণসচেতনতার দুর্বলতা, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, বাল্যবিয়ে বাড়াচ্ছে। এগুলো শুধু অপরাধ নয়; এখানে মানবিকতা বিদ্ধ হয়। কোনো সভ্য সমাজে এমন নিয়ন্ত্রণহীন নারী নির্যাতন চলতে পারে না। নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণা থাকা উচিত। কিছু কিছু আছে। তবে যে পরিমাণে সচেতনতামূলক প্রচারণা থাকার কথা, তা নেই। গণসচেতনতামূলক প্রচারণা অনলাইন-অফলাইন সব মাধ্যমে বাড়াতে হবে। আমাদের সামাজিক সচেতনতাও কম। সামাজিকভাবে ধর্ষককে যতটা দোষী মনে করা হয়, তার চেয়ে ধর্ষণের শিকার মানুষটিকে বেশি অপরাধী মনে করা হয়।

বাংলাদেশের শ্রমিকদের জীবন ধারণের জন্যে ন্যূনতম মজুরি নির্ধারণ হলেও যুক্তিসংগত হয়নি। একইভাবে প্রবাসী শ্রমিকদের বেলায়ও তাদের নিরাপত্তা, তত্ত্বাবধান এবং কোনো রকমের রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার উদাহরণ দেখতে পাচ্ছি না। অথচ গার্মেন্ট শ্রমিক ও প্রবাসী শ্রমিক এরাই বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার মূল দাবিদার।

সর্বশেষে বর্তমান প্রশাসনের কাছে আবেদন জানাব, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনের স্বাধীন ভূমিকা রাখার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে।

পরিশেষে বলতে চাই, দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।আর বাংলাদেশেও অহরহ ঘটছে মানবতার লঙ্ঘন। তুচ্ছ ঘটনায় অথবা হীন স্বার্থে একজন আরেকজনের ওপর অমানবিক আচরণ করছে সহসাই। বিনা বিচারে বছরের পর বছর নিরপরাধ ব্যক্তি কারাগারে আটকে থাকছে। হিংসা-বিদ্বেষ, কলহ, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ, অসহিষ্ণুতা ইত্যাদি বেড়েই চলেছে। ফলে মানুষই মানুষের প্রতি অমানবিক হচ্ছে প্রতিনিয়ত। তাই যাঁরা চরম আত্মত্যাগ করে, মানব সেবায় ব্রতী হয়েছেন, যাঁরা মানব কল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উত্‍‌সর্গ করেছেন জাতিসংঘের নির্দেশনায় তাঁদের উদ্দেশ্যে বিশ্বজুড়ে প্রতি বৎসর ১৯ আগস্ট সারা বিশ্বে উদযাপিত হয়-বিশ্ব মানবতা দিবস।

লেখক : সংগঠক,কলাম লেখক ও গবেষক, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।