পাংশা সোনালী ব্যাংকের সাবেক ক্যাশিয়ার ইনচার্জ আব্দুল মোনেয়েম আর নেই
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সোনালী ব্যাংক পাংশা বাজার শাখার সাবেক সিনিয়র ক্যাশিয়ার আব্দুল মোনেয়েম আর নেই। তিনি শনিবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় মৃত বরন করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৮ বছর।
মরহুম আব্দুল মোনেয়েম ১৯৮০ সালে সোনালী ব্যাংক পাংশা বাজার শাখায় ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আসেন। তিনি চাকরি থেকে অবসরে যাওয়ার সময় পর্যন্ত তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র ক্যাশিয়ার ইনচার্জ হয়ে চাকরি থেকে অবসরে যান। দীর্ঘদিন সুমানের সহিত দ্বায়িত্ব পালন করে ২০১৬ অবসরে যান।
তার জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহণ করেন। তার নিজ বাস ভবন মাগুরাডাঙিতে শেষ বিদায় জানাতে অসংখ্য মানুষের উপস্থিত হন।এদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির পাংশা উপজেলা শাখার সভাপতি চাদঁ আলী খাঁন, মাহামুদুল হক রোজেন, সাবেক উপাধাক্ষ, পাংশা সরকারি কলেজ, পাংশা পৌর জামায়াতের আমীর, মোহাম্মদ মনজুরুল রহমান, পৌর বিএনপির সভাপতি, ও বিশিষ্ট ব্যবসায়ী, বাহারাম সর্দার, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব, সেলিম সর্দার, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(একে/এসপি/আগস্ট ১৭, ২০২৪)