বাগেরহাটে সংখ্যালঘু সম্প্রদায় ও বিএনপির সম্প্রীতি সমাবেশ
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে নিয়ে সম্প্রীতি র্যালী ও সমাবেশ করেছে বিএনপি।
আজ শনিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য ফ্রন্টের নেততৃবৃন্দদের সাথে নিয়ে শহরের সম্প্রীতি র্যালী করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালী শেষে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক অ্যাডভোকেট বলাই চাদ বিশ্বাস, যুগ্ন আহবায়ক বিপুল গোলদার, সদস্য সচিব শিমুল দাসসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ধর্ম যার যার রাষ্ট্র সবার, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অশুভ শক্তি বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা চলালে সেনাবাহীনি ও পুলিশকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে।
(এস/এসপি/আগস্ট ১৭, ২০২৪)