সালথায় গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল ভ্যান চালক কিশোরের

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গাছের সাথে ধাক্কা লেগে প্রান গেল নাফিস মাতুব্বর (১১) নামে এক ভ্যান চালক কিশোরের। শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাফিস লক্ষনদিয়া গ্রামের ভ্যান চালক তারা মাতুব্বরের একমাত্র ছেলে। নাফিস এর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠেছে বাড়ির পরিবেশ।
নাফিসের পরিবারের সাথে কথা বলে জাগা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয় নাফিস। এ সময় অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান লাবলু বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বিনোকদিয়া বাজার থেকে অটোভ্যানে করে যাত্রী নিয়ে লক্ষনদিয়া মাদরাসার দিকে যাচ্ছিল নাফিস। পথে লক্ষনদিয়া মঙ্গল শেখের বাড়ির সামনে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মান্দার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাফিসের মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো বলেন, কিশোর নাসিফের বাবাও ভ্যানচালক। তার একার আয়ে চলছিল না সংসার। এরপর নাফিসের দুটি বোন রয়েছে। তাদেরও বিয়ে দিতে হবে। তাই বাধ্য হয়ে নাফিস ভ্যান চালাতো। এমন অবস্থায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে ওর মা-বাবা।
সালথা থানার এএসআই সেলিম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নাফিসের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(এএন/এসপি/আগস্ট ১৭, ২০২৪)