নিহত আসিফ হাসানের বাড়িতে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মিছিলে নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন।
শুক্রবার সকাল ১০টায় তারা আসিফের বাড়িতে যেয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। পরে তারা আসিফের রুহের মাগফেরাৎ কামনা করে কবরে মোনাজাৎ করেন।
এরপর উপস্থিত ছিলেন নিহত আসিফ হাসানের বাবা মাহমুদ আলম গাজী, ছোট ভাই সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি অনার্সের ছাত্র রাকিব হাসান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আকবর আলী, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. আসাদুজ্জামান, অ্যাড. ফিরোজ হোসেন প্রমুখ।
মোনাজাৎ শেষে অ্যাড. আকবর আলী আলী বলেন, গত ৫ আগষ্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে। এ যুদ্ধে বীরের মত লড়াই করে পুলিশের গুলিতে নিহত হয়েছে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান। যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে ততদিন আসিফের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবশেষে তিনি আসিফ হাসানসহ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নেপথ্যের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
(আরকে/এএস/আগস্ট ১৭, ২০২৪)