গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার : গাজীপুরের সালনায় রাজশাহী থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী মিয়া।
তিনি বলেন, ঢাকা-রাজশাহী রেল রুটের সালনা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে পিছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে পদ্মা এক্সপ্রেস ট্রেন।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাতেই ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন তিনি।
(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৪)