ধামরাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল
দীপক চন্দ্র পাল, ধামরাই : বৃহস্পতিবার সকাল এগাটায় ধামরাইয়ে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে অংশ গ্রহন করে।
বিএনপির ঢাকা জেলা যুবদলে সভাপতি ইয়াসির ফেরদৌস মুরাদের নের্তৃত্বে ধামরাই উপজেলা চত্তরে মুক্ত মঞ্চে বিশাল আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ বক্তব্য রাখেন। তিনি বিএনপির নেতা কারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনের দাবী করেন।সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। মুরাদ বলেন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিন ধামরাইয়ে ১৬ আগষ্ট পালন করবেন বলেও জানান।
আরো বক্তব্য রাখেন যুবদল নেতা এনায়েতুর রহমান, মোঃ খোররম হোসেন টুটুল সহ অনেকে।
আলোচনা সভা শেষে ধামরাই উপজেলা চত্তর থেকে বিশাল এক মিছিল নিয়ে ঢাকা আরিচা মহা সড়কের ধামরাই থানা বাস ষ্ঠ্যান্ডে গিয়ে শেষ করে।
অপর দিকে ধামরাই উপজেলা বিএনপির আয়োজনে বিশাল আরেকটি আলোচনা সভা ও মিছিল করেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিনের। তার নের্তৃত্বে বৃহস্পতিবার সকাল দশটায় অবস্থান কর্মসুচি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে।
সকাল দশটায় ধামরাই পৌর এলাকার সীমা হল মোড়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হয়। এখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ রাকিবুল ইসলাম খান ফরহাদ. উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি মোঃ তারেক রহমান ,মোঃ মারুফ সিকদার,মোঃ ফরহাদ হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
(ডিসিপি/এএস/আগস্ট ১৬, ২০২৪)