পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পিকাপ গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কাউসার (১৯) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাংশা সরদার বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এসময় দীপ রায় (১৭) ও সোহেল সরদার (১৬) নামে দুই পথচারী আহত হয়।
নিহত কাউসার পাংশা মৈশালা মৈত্রডাঙ্গী এলাকার মিলন বিশ্বাস এর ছেলে। এঘটনায় পিকাপ গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায়, ১৫ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া অভিমুখি একটি পিকাপ গাড়ির সাথে রাজবাড়ী অভিমুখি একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মটর সাইকেল চালক কাউসার সহ দুই পথচারি আহত হয়। গুরুত্বর আহত কাউসারকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষনা করেন। আহত অপর দু’জনকে পাংশা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
(একে/এসপি/আগস্ট ১৬, ২০২৪)