বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ব্যাটারী চালিত অটোস্ট্যান্ডকে কেন্দ্র করে মাহেন্দ্র ও অটোচালকদের বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাহেন্দ্র ও অটো চালকদের মারধর এবং মাহেন্দ্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে শালমারা এলাকায় মাহেন্দ্র চালককে মারধর ও নারুয়া বাজার স্ট্যান্ডে মাহেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

মাহেন্দ্র চালক রতন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর মাহেন্দ্র ও অটোস্ট্যান্ড নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধে শুক্রবার সকালে শালমারা এলাকায় মাহেন্দ্র চালককে মারধর করে ভাংচুর করে। দুপুরে নারুয়া স্ট্যান্ডে অটো রেখে পাশে গেলে এসে দেখতে পাই আমার মাহেন্দ্রতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন আমি পরিবারকে নিয়ে কিভাবে চলবো।

বালিয়াকান্দি বাজার অটো স্ট্যান্ডের স্ট্যাডার সেলিম বলেন, কয়েকদিন ধরেই নারুয়া বাজারের স্ট্যান্ড নিয়ে বিরোধ চলছে। তারা সেখানে অটো দাড়াতে দিচ্ছে না। অটো চালকদের মারধর করে। এখন শুনছি মাহেন্দ্র পুড়িয়ে দোষারোপ করছে।

বালিয়াকান্দি মাহেন্দ্র স্টাডার কাহার আল মামুন শিপন বলেন, মাহেন্দ্র চালককে মারধর ও মাহেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।

(একে/এসপি/আগস্ট ১৬, ২০২৪)