রাজবাড়ীতে সপ্তাহব্যাপী চারুকারু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে আরাম ঘর শিশু নিকেতনের আয়োজনে সপ্তাহব্যাপী চারুকারু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে রাজবাড়ীর স্বজনকান্দা টিএন্ডটি পাড়াস্থ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কো-অর্ডিনেটর রেজাউল কবির স্বপন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সংগঠনের কর্ণধার লিটন চক্রবর্তী। তিন ভাগে বিভক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরাম ঘর শিশু নিকেতনের কো-অরডিনেটর রেজওয়ান হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় ২৮ জন শিশু-কিশোরকে দুটি বিভাগে বিভক্ত করে প্রশিক্ষণ প্রদান করেন চারুকারু শিল্পী আবু আব্দুল্লাহ স্বপন।
অংশগ্রহণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দুটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতামধ্যে দুটি বিভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় এই চারু কারু প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে মূল্যায়ন ওরা নিজেরাই করে। ওদের মূল্যায়নের উপরে দুই বিভাগে তিনজন তিনজন করে ছয় জনকে পুরস্কৃত করা হয়।
ছোট দলে প্রথম স্থান অধিকার করে আনিকা খাতুন, দ্বিতীয় সুপ্রিয়া চক্রবর্তী মাটি এবং তৃতীয় হয়েছে সোনিয়া খাতুন বড় গ্রুপে প্রথম স্থান অধিকার করে আলেয়া খাতুন, দ্বিতীয় হয় ইশতেহা এবং তৃতীয় স্থান অধিকার করে নওশীন। অনুষ্ঠান চলাকালে সংগঠনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
(একে/এসপি/আগস্ট ১৬, ২০২৪)