ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘পানি লাগবে পানি’ ‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’ ‘যে কোনো কাজে আমরা, পাশে আছি ছাত্ররা’ ‘বল বীর, উন্নত মম শির’, এমন সব লেখা জ্বলজ্বল করছে ঈশ্বরদীর বিভিন্ন দেয়ালে। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের বাংলাদেশে সহবাস্থনের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিল সাজে সাজছে ঈশ্বরদী। ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিস্কার পরিচ্ছন্নতার পর শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা।


গত কয়েকদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের রেলগেট এলাকা, আলহাজ্ব মোড়, মহিলা কলেজ, সরকারি এস এম স্কুল এন্ড কলেজ, আইকে রোড, বাঘইল সাঁকো এলাকার বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠে।

শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমও চলবে।

(এসকেকে/এএস/আগস্ট ১৬, ২০২৪)