একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর‌ শ্রীপু‌র মাদ্রাসা সংলগ্ন এক‌টি বাড়ীর রান্না ঘ‌র থেকে ১৪‌টি সা‌পের বাচ্চাসহ এক‌টি বড় বিষধর গোখরা সা‌পের বাচ্চা উদ্ধার করা হ‌য়ে‌ছে। গতকাল বুধবার বিকা‌লে রাজবাড়ী শহ‌রের ড্রাইস ফ‌্যাক্টরী এলাকার সাপু‌রে মোঃ লিটন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

সাপু‌রে লিটন ব‌লেন, ক‌য়েক দিন আগে রাজবাড়ী সদ‌রের শ্রীপুর লজ্জাতুন‌নেছা কা‌মিল মাদ্রাসা সংলগ্ন এক‌টি বাড়ী থেকে ফোন ক‌রে জানায় তা‌দের বাড়ী‌তে সা‌পের ছোলম (চামড়া) পাওয়া গে‌ছে। প‌রে তি‌নি গি‌য়ে রান্না ঘ‌রের পা‌শে গর্ত দে‌খে বুঝ‌তে পা‌রেন ওই বাড়ী‌র রান্না ঘ‌রে সাপ আছে এবং সবাইকে বিষয়‌টি জানান। তখন বাড়ীর মা‌লিক তা‌কে সাপ ধরে নি‌য়ে আসার অনু‌মো‌তি দিলে তি‌নিসহ তার সহ‌যোগী রান্না ঘ‌রের পাকা ফ্লোর ভে‌ঙ্গে ১৪‌টি বাচ্চাসহ এক‌টি বড় বিষধর সাপ ধ‌রেন। এছাড়া আজ দাদশী ইউনিয়ন থে‌কে এক‌টি বড় গোখরা সাপ ধ‌রেন। সাপ নি‌য়ে আসার সময় অ‌নে‌কের অনু‌রো‌ধে বের ক‌রে দেখান।

তি‌নি আরও ব‌লেন, প্রায় ২৫ বছর ধ‌রে তি‌নি এভা‌বে সাপ ধ‌রে আস‌ছেন। কেউ ফোন কর‌লে তি‌নি গি‌য়ে সাপ ধ‌রেন। এরমাধ‌্যমে তি‌নি সবার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা ক‌রে থা‌কেন।

(একে/এসপি/আগস্ট ১৫, ২০২৪)