একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করে জেলার সকল সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

এরপর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পান্না চত্বর হয়ে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে এসে শেষ হয়। সেখানে ছাত্র আন্দোলনে সময় নিহত শহীদদের স্মরণে তারা এক মিনিট নিরবতা পালন করে। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট হাসিনা, তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান। এছাড়াও সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাট করে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টা করছে দাবি করে তাদের বিচারের আওতায় আনার আহবান জানান।

(একে/এসপি/আগস্ট ১৫, ২০২৪)