সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার চারবাড়ীয়া গ্রামে বাঁশ ঝোপ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম জামাল উদ্দিন (৫৫)। সে কাপাসিয়া উপজেলার চারবাড়ীয়া গ্রামের মৃত আ. খালেকের ছেলে।  

নিহতের স্ত্রী নারগিস বেগম বলেন, গতকাল মঙ্গলবার সকালে কাপাসিয়া বাজারে দোকানে আসার জন্য বাড়ি থেকে বের হয়। এর পরে সে আর বাড়ীতেফিরে আসে নাই। অনেক খোঁজা খোঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বুধবার বিকাল ৩ টার দিকে আমার স্বামীর বড় ভাই বরকত আলী বাঁশ ঝোপের ভিতরে লাশ একটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে কাপাসিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাপাসিয়া থানার এস আই আমিনুল হক জানান, লাশ সুরতহাল করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিন্হ
রয়েছে। পেটে বুকে বিভিন্ন স্থানে দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(এসকেডি/এসপি/আগস্ট ১৪, ২০২৪)