ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : বিগত আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরে বিশাল সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদল। আজ বুধবার কালিয়াকৈরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামানের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, এখন আওয়ামী লীগের কুচক্রী ও সন্ত্রাসী বাহিনী দেশকে অস্থিতিশীল করার জন্য গুম, খুন, লুটতরাজ সহ সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা এবং তাদের বাড়িঘর, উপাসনালয়ে হামলা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।

বক্তারা আরো বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তি স্বৈরাচারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই এবং বিএনপি ও অঙ্গ দল রাজপথে থেকে আওয়ামীলীগের এ ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশের আগে কালিয়াকৈর বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল কালিয়াকৈর বাজার ও বাস টার্মিনাল চত্বর প্রদক্ষিণ করে।

(আইএস/এসপি/আগস্ট ১৪, ২০২৪)