মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের স্কুল-কলেজসহ বিভিন্ন দেয়ালে দেয়ালে রং তুলি দিয়ে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের ছবি, সংগ্রামের ছবি, কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের প্রতিবাদী ছবি, হিন্দু-মুসলিমের ভেদাভেদ নেই এমন ছবিসহ নানা চিত্র শোভা পাচ্ছে।

জানা যায়, মাদারীপুর শহরের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ উদ্যোগে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালসহ বিভিন্ন এলাকার দেয়ালে রং তুলি দিয়ে প্রতিবাদি ছবি আঁকছেন। শহরের দেয়ালগুলোতে ফুটে উঠেছে স্বাধীনতা, সংগ্রাম, কোটা সংস্কারে শহীদ হওয়া শিক্ষার্থীদের নাম ও ছবি, মুক্তিযুদ্ধের ছবি, শহীদ আবু সাঈদের প্রতিবাদি ছবি, জাতীয় পাতাকার ছবি, শহীদ মিনারের ছবি, হিন্দু-মুসলিমের ভেদাভেদ নেই এমন ছবিও রয়েছে।

মাদারীপুর আলহাজ্ব আমিনউদ্দিন হাইস্কুলের অস্টম শ্রেণির শিক্ষার্থী আরাফ রাইয়্যান বলেন, শিক্ষার্থীরা শহরের দেয়ালগুলো রঙ্গিণ করে দিয়েছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে।

মাদারীপুর সরকারী ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাফি বলেন, শহরের দেয়ালজুড়ে প্রতিবাদের ছবি দেখে আমরা মুগ্ধ হয়েছি। তাছাড়া এই সচেতনমূলক ছবি দেখে অনেক কিছুই শেখার আছে।

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীর তানজিম মিম বলেন, আমাদের এই কলেজটির চারপাশ সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা শিক্ষার্থীরা একযোগে আল্পনা আকছি। নোংরা দেয়ালগুলো পরিস্কার করে, রং-তুলির মাধ্যমে মনের কথাগুলো ফুটিয়ে তোলা হচ্ছে।

(এএসএ/এসপি/আগস্ট ১৪, ২০২৪)