দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বুধবার সকাল এগাটায় অবস্থান কর্মসূচি, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করে বিএনপির দুই গ্রুপ। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিনের নের্তৃত্বে বুধবার এগারটায় অবস্থান কর্মসূচি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে।

সকাল এগারটায় ধামরাই পৌর এলাকার সীমা হল মোড়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হয়। এখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ রাকিবুল ইসলাম খান ফরহাদ. উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ তারেক রহমান, মোঃ মারুফ সিকদার, মোঃ ফরহাদ হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অপরদিকে বিএনপির ঢাকা জেলা যুবদলে সভাপতি মুরাদের নের্কৃত্বে ধামরাইয়ের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে। মিছিল বের করে। বুধবার দুপুর বরটায় ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করে।

(ডিসিপি/এসপি/আগস্ট ১৪, ২০২৪)