হাবিপ্রবির হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সেনাবাহিনী অভিযান চালিয়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সাড়ে রাত ৮ টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিযান চালায় সেনাবাহিনী। ঘন্টাব্যাপি অভিযানে তল্লাসি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের আজিমুদ্দিন হল থেকে প্রায় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে তা দিনাজপুর কোয়ালি থানায় জমা দেয়া হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ আহমেদ দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের আজিমুদ্দিন হল থেকে দেশীয় অস্ত্র (রাম দা, হাসুয়া, লোহার রোড) উদ্ধার করা হয়েছে।দেশের সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।
(এসএস/এসপি/আগস্ট ১৪, ২০২৪)