কাপ্তাইয়ে বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
বুধবার (১৪ আগস্ট)সকাল সাড়ে ৯ টা দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলা়ভী রহমান, মো: তানবীর হোসেন সানি, নাসিমুল হাসনাত আকিব নেতৃত্বে, শিক্ষার্থীরা বরইছড়ি বাজার এলাকায় পরিদর্শন করেন।
এ সময় তারা বরইছড়ি এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে ও, বাঁসি পঁচা পণ্য বিক্রি না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন।
এসময় কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী অভিজিত বড়ুয়াও প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্র সমাজের এই কর্মকান্ডে দেখে সাধারণ জনগণ ও ক্রেতারাসহ স্বাগত জানান।
(আরএম/এএস/আগস্ট ১৪, ২০২৪)